জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত তৈয়ব হাসানকে সংবর্ধনা দিলেন সাতক্ষীরার অনূর্ধ্ব ২৫ রেফারিবৃন্ধরা
একরামুজামান জনিঃ
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের রেফারি পরিবারে গর্ব ও সাতক্ষীরা জেলা কৃতি সন্তান সাবেক ফিফা রেফারি এবং এএফসি ‘রেফারিজ মোমেন্টো অ্যাওয়ার্ড প্রাপ্ত রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামানকে সংবর্ধনা প্রধান করেন সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব ২৫ রেফারিবৃন্ধরা।জেলা অনূর্ধ্ব ২৫ রেফারিবৃন্ধ দের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ (অনুর্দ্ধ ১৭) এবং আসন্ন পাইনিয়ার লীগ উপলক্ষে তরুন উদীয়মান রেফারী সহ সাতক্ষীরা জেলার রেফারীদের নিয়ে সাপ্তাহিক অনুশীলন, ল’জ অফ দ্যা গেম এবং নানা দিক নির্দেশনা সময় তাকে জেলা রেফারি এসোসিয়েশন সদস্যরা এবং আশাশুনি উপজেলা রেফারিবৃন্ধরা ফুলের শুভেচ্ছা জানান এবং তারপর জেলার অনূর্ধ্ব ২৫ রেফারিবৃন্ধরা সংবর্ধনা স্মরক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলার ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পদ খন্দকার আরিফ হাসান প্রিন্স,
সিনিয়র রেফারি সৈয়দ মোমেনুর রহমান,জাফরুল খান চৌধুরী,বাবর আলী,হারুন খান,আসাদুর রহমান,সঞ্জয় বিশ্বাস,জাহাঙ্গীর আলম সহ জেলার ৭ উপজেলার প্রথম শ্রেণি,দ্বিতীয় শ্রেণীর,তৃতীয় শ্রেণীর রেফারি বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তৈয়ব হাসান বলেন,আল্লাহর রহমতে ও সকলের সহযোগিতায় তিনি যে সন্মান অর্জন করেছেন তা সাতক্ষীরাবাসীর অর্জন এবং বাংলাদেশের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে। তিনি সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে ফুটবল মাঠের স্মৃতিচারণ করে বলেন,আমি স্টেডিয়ামে মাঠের মাটির সাথে আমার রক্ত ও ঘাম মিশে আছে এবং এই ফুটবল মাঠে অনেক ম্যাচ পরিচালনা করেছি।তিনি আরো বলেন
এই স্টেডিয়ামে থেকে আমার পথচলা। এখানে অনেক স্মৃতি আছে যেগুলো ভুলবার নয়।তিনি জেলার অনূর্ধ্ব ২৫ রেফারিবৃন্ধদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।
Please follow and like us: