বিভিন্ন আয়োজনে চুকনগর গণহত্যা দিবস পালিত
আব্দুর রশিদ বাচ্চু, খুলনা :
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চুকনগর গণহত্যা দিবস পালিত হয়েছে। দিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠান মালা সন্ধা ৭ টায় সমাপ্ত হয়। শুক্রবার (২০ মে ২০২২) সকাল ৯ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ২০শে মে ১৯৭১ গণহত্যা বধ্যভুমিতে নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। চুকনগর গণহত্যা ৭১’ স্মৃতি রক্ষা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বধ্যভূমিতে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহন করেন ।
গণহত্যা ৭১’ স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্হিত ছিলেন খুলনা-৫ সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন, সাবেক আইজিপি সানাউল হক, ৭৩’র ডাকসু সাধারণ সম্পাদক মাহবুব জামান, ইঞ্জিনিয়ার ফয়েজি, সংগঠক আমরা একাত্তর আজিজুল হক মনি, উদীচী যশোর এবং ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, খুলনা মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি শ্যামল সিংহ রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মোঃ মুস্তাফিজুর রহমান, থানা ওসি শেখ কনি মিয়া, বীর মুক্তি যোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দীন প্রমুখ।
এর আগে বেলা সোয়া ১১ টায় ভদ্রা নদীতে লক্ষাধিক গোলাপের পাপড়ী ছিটিয়ে নিহত শহীদদের স্মরণ করা হয়। বিকেল ৫ টায় বধ্যভূমিতে উদীচী যশোর এর পরিচালনায় সাউন্ড এন্ড লাইট শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please follow and like us: