“কালিগঞ্জ উপজেলায় নলতা কলেজের নানা সাফল্য”
নলতা প্রতিনিধি :
সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ১৮ মে বুধবার অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২ এর বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের নানা সাফল্য অর্জিত হয়েছে।
প্রাপ্ত তথ্যানুযায়ি, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ কালিগঞ্জ উপজেলায় কলেজ পর্যায়ের প্রতিযোগিতায় ১টি কলেজিয়েট স্কুল সহ মোট ৮ টি কলেজ অংশগ্রহণ করে।
তার মধ্যে বিভিন্ন মানদন্ডে যে সমস্ত বিষয়ে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ প্রতিযোগিতায় জেলার কালিগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে সেগুলো হলো-
শ্রেষ্ঠ কলেজ নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, শ্রেষ্ঠ অধ্যক্ষ তোফায়েল আহমেদ, শ্রেষ্ঠ রোভার দল, শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও সহকারী অধ্যাপক তানবীর হোসেন, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও ইংরেজি বক্তৃতায় শ্রেষ্ঠ হিসেবে অত্র নলতা কলেজের এইচএসসি বিজ্ঞান শিক্ষার্থী নাফিজা আনজুম ছোঁয়া ও বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ একই কলেজের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা।
এর আগে নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ ২০১৮ ও ২০১৯ সালে কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে মনোনীত হওয়ায় গৌরব অর্জন করে।
নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ছোট বেলা থেকেই শান্ত-শিষ্ট,মেধাবী শিক্ষার্থী,সুমিষ্টভাষী ও সুদর্শন পুরুষ হিসেবে বিভিন্ন মহলে পরিচিত।
প্রথম দিকে বিজ্ঞানের স্টুডেন্ট হলেও পরবর্তীতে ব্যবস্থাপনা বিষয়ে অনার্স ও মাস্টার্স পাশের পর ১৯/০৮/২০০২ সালে ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক হিসেবে কলেজে যোগদান করেন। পরে তিনি ইংরেজি বিষয়েও এম এ পাশ করেন।
নলতা শরীফ টাউনপাড়া গ্রামের বাসিন্দা, নলতা হাইস্কুলের প্রয়াত শিক্ষক মরহুম আহম্মদ আলী ও মরহুমা মিসেস রোকেয়া আহম্মেদ এর তিন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার, ২য় পুত্র ডাক্তার এবং কনিষ্ঠ পুত্র অধ্যক্ষ তোফায়েল আহমেদ ৫ম ও ৮ম শ্রেণিতে পড়াকালীন সময়ে বৃত্তি লাভ করেন।
বর্তমান তিনি নলতার কে বি আহছানউল্লা জুনিয়র হাইস্কুলের সভাপতি, নলতা শরীফ প্রেসক্লাব, নলতা হাসপাতাল ও নবকিরণ ফাউন্ডেশনের উপদেষ্টা, আহ্ছানিয়া পাবলিক লাইব্রেরির যুগ্ম-সম্পাদক সহ অসংখ্য প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার পরও করোনাকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, শিক্ষক-শিক্ষার্থী সু-সম্পর্ক বজায় রাখা, কলেজে ২টি বিষয়ে অনার্স কোর্স চালু করা তথা কলেজের নানামুখী উন্নয়নে অবদান রেখে চলেছেন অধ্যক্ষ তোফায়েল আহমেদ।
এদিকে অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও শিক্ষিকা রহীমা সরোয়ারী’র ৩ কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি বিজ্ঞান শিক্ষার্থী নাফিজা আনজুম ছোঁয়া জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ কালিগঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ ইংরেজি বক্তা মনোনীত হওয়ার গৌরব অর্জন করেছে।
এসএসসি তে জিপিএ ৫, ক্লাস এইটে বৃত্তিপ্রাপ্ত নাফিজা আনজুম ছোঁয়া উপজেলা পর্যায়ে মেধা অন্বেষণ, কুইজ, ইংরেজি বক্তৃতা, সঙ্গীত ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় পুরস্কার লাভ এবং তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলা ২০২১ ও স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসহ প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক প্রদর্শনী ২০২২ এ উপজেলায় প্রথম হয়।
করোনাকালিন সময়ে কলেজের ছাত্র/ ছাত্রীদের মাঝে মাস্ক বিতরণ, হাত ধোঁয়ায় উদ্বুদ্ধকরণ ইত্যাদি কাজের সাথে সম্পৃক্ত থাকার পাশাপাশি অবসরে এলাকার বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দান করে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে চলেছে অধ্যক্ষ কন্যা।
ছোঁয়া ভবিষ্যতে ডাক্তার হয়ে যাতে মানুষের সেবা করতে পারে সেজন্য সকলের নিকট দোয়া প্রার্থী।
জাতীয় শিক্ষা সপ্তাহ’২২ এ নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের নানামুখী সাফল্য অর্জন করায়-
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা: আবুল ফজল মাহমুদ বাপী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,নলতা শরীফ প্রেসক্লাব, বিভিন্ন অভিভাবক এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ সহ সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
Please follow and like us: