সাতক্ষীরায় সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি জামাত নেতা কর্তৃক দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন!
Post Views:
৫২৩
নিজস্ব প্রতিনধিঃ
বৃহস্পতিবার বেলা বারোটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহরের পারকুকরালি গ্রামের রতন বৈদ্য ৭০ তার প্রতিবেশী জামায়াত নেতা মৃত হামেজ দ্দিন সরদার এর দুই ছেলে আবু ছালেক এবং আবু সাঈদের উপর তার বসতবাড়ি জোর করে দখল ও নির্যাতনের অভিযোগ এনে এই মানববন্ধন করে। এ সময় রতন বৈদ্য তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ তার বসত বাড়ি দখলে নেয়ার জন্য নির্যাতন ও ভাঙচুর চালায়, গত ১১.মে ২২তারিখ সকালে আমার বাড়িতে এসে আমাকে ও আমার পুত্রবধূকে বেধড়ক মারপিট করে, এক পর্যায়ে এলাকার লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পরে থানায় অভিযোগ করা হয় । পরবর্তীতে রাতে পুলিশ জামাত নেতা আবু সাইদকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়া হয়। এখনো পর্যন্ত এ বিষয়ে মামলা নেয়নি সদর থানার পুলিশ। এবং থানা থেকে তদন্ত ওসি বিশ্বজিৎ আমাকে বলে
জামাত নেতার সাথে মীমাংসা করে নেওয়ার কথা। তারপর থেকে আরও বেশি নির্যাতন শুরু করে আমার পরিবারের উপর এবং আমাদেরকে এ দেশ থেকে বের করে ভারতে পাঠিয়ে দেয়ার হুমকি দেয়, তিনি আরো বলেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক এবং আমি যেন আমার পরিবার নিয়ে আমার বসতবাড়িতে থাকতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।