ডুমুরিয়ার বেতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Post Views:
৩৯২
আব্দুর রশিদ বাচ্চুঃ
খুলনা ডুমুরিয়ার আন্তঃসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রেক্সোনা আক্তারের সভাপতিত্ব করেন । এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্হিত ছিলেন উপদেষ্টা ও উদ্ভোধক ৬ নং মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল । আলোকিত অতিথি ছিলেন, মাগুরাঘোনা ইউনিয়ন আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ নেছার উদ্দীন সানা, মাগুরাঘোনা ইউনিয়ন আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক বাবু সুরজ্ঞন কুমার ঘোষ। মাগুরাঘোনা ইউনিয়নের ভিত্তিক আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ভেন্যু বেতাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে
বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে মাগুরাঘোনা ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীগণ বিভিন্ন ইভেন্টে খেলায় অংশ গ্রহণ করে। ইউনিয়নের প্রত্যেক বিদ্যালয় থেকে ১২ জন করে ছাত্র /ছাত্রী প্রতিযোগীতায় অংশ গ্রহণ। খেলা ধুলার ইভেন্টের মধ্যে ছিল যেমন, দৌড় প্রতিযোগিতা, উচ্চ লাফ, চকলেট দৌড়, দীর্ঘ লাফ, গুপ্তধন উদ্ধার, ভারসাম্য দৌড়, রিলে রেইস, ক্রিকেট বল নিক্ষেপ, অংক দৌড়, যেমন খুশি তেমন সাজো, ছড়া, কবিতা আবৃত্তি , গান, নৃত্য প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়, শ্রেষ্ঠ কাব ইত্যাদি। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হান অধিকারী ছাত্র -ছাত্রীদের মাঝে বিদ্যালয়ের সভাপতি নিছার উদ্দীন সানা ও আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের সদস্য সচিব বেতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিতা দাস, আঠারোমাইল বাজার কমিটির সভাপতি ও থানা আ’ লীগের সদস্য শেখ আবু হাসান উপস্হিত বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতারন করেন । সমগ্র অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ঘুষড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ জিন্নাত হোসেন। উপস্হাপনায় ছিলেন স,ম নাজমুল বারী প্রমুখ।