কলারোয়ায় বোরো ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন
কামরুল হাসানঃ
কলারোয়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২২ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় খাদ্যগুদাম চত্বরে ওই কার্যত্রমের উদ্বোধন করা হয়।
বোরো ধান-চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইললাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান, খাদ্য গুদামের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ পারভীন, উপজেলা রাইস মিল সমিতির সভাপতি ওহিদুজ্জামান, সহ সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক মো. রফিক মোল্যা, ব্যবসায়ী তরিকুল ইসলাম, সাহেব আলী সহ সাংবাদিক, সুধি ও ব্যবসায়ীগণ।
উল্লেখ্য, অভ্যন্তরীন বোরো সংগ্রহ-২২’র লক্ষ্যে ১৬২৬ মেঃ টন ধান ও ১২৫৯ মেঃ টন চাউল আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে জানান খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ পারভীন।