দেবহাটায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় পারুলিয়া খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে এসব ধান ও চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, খাদ্য কর্মকর্তা জাকির হোসেন, পারুলিয়া খাদ্য গুদামের ইনচার্জ (ওসিএলএসডি) বিল্লাল হোসেন প্রমূখ। এছাড়াও পারুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবিউল ইসলাম, কৃষক লীগের আহŸায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ূন কবির হীম, মিল মালিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান মায়েন, মিল মালিক আব্দুল আলিম মিঠুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও উপজেলার পাঁচটি ইউনিয়নের কার্ডধারী কৃষকেরা উপস্থিত ছিলেন। এবছর সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে ৭৬৭ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৫৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।