চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মী আটক
নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার এলাকা থেকে জামায়াত-শিবিরের ৪৯ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে আল বয়ান নামে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টির নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।
আটককৃতদের মধ্যে ১১ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোতোয়ালি থানা শাখা জামায়াতের আমির মো. ফরিদুল আলম, কোতোয়ালি থানা দক্ষিণ শাখার প্রধান সমন্বয়কারী মো. ফরিদ উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মো. নুরুল কবির, দফতর সম্পাদক এমদাদ উল্লাহ, কোতোয়ালি থানা দক্ষিণ শাখা জামায়াতের আমির রোকন, বক্সিরহাট শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ, অর্থ যোগানদাতা আবুল মনসুর, টেরিবাজার ইমাম ম্যানশন শাখার সভাপতি মো. হুমায়ুন কবির, টেরিবাজার কাটাপাহাড় শাখার সভাপতি রাশেদুল করিম, সহ-সভাপতি হাফেজ মো. তাজুল ইসলাম ও সহ-সভাপতি মোহাম্মদ ইসরাফিল।
ওসি বলেন, টেরিবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে বসে জামায়াত-শিবির কর্মীরা গোপন বৈঠক করছেন- এমন সংবাদে অভিযান চালানো হয়। পরে জামায়াত-শিবিরের ৪৯ নেতাকর্মীকে আটক করা হয়।