সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা
মাহফিজুল ইসলাম আককাজ :
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় মেডিকেল কলেজ হাসপাতাল’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত ই খুদা, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক সিভিল সার্জন ডা. প্রশান্ত কুমার কুন্ডু,বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, অধ্যাপক সালেহা আক্তার, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহ
মেদ, সাতক্ষীরা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. সুমন কুমার দাশ, ডা. খায়রুল বাশার, মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল-মারুফ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচ্য সূচির মধ্যে ছিল গত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, হাসপাতালের নিরাপত্তা প্রসঙ্গে, ডা. এ্যানেসথেটিক্ট ও কর্মচারীদের শূন্য পদ পূরণ সংক্রান্ত, ভারী যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত, হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত, হাসপাতালের পরিচালকের গাড়ী বরাদ্দ সংক্রান্ত, হাসপাতালের বিল্ডিং পেন্টিং বা রং করা সংক্রান্ত, হাসপাতালের বাউন্ডারীর ভিতরে পাবলিক টয়লেট নির্মাণ সংক্রান্ত, সিসি ক্যামেরা ও সাউন্ড সিস্টেম স্থাপন সংক্রান্তসহ বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফারুক হোসেন। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।