কলারোয়া উপজেলা দুপ্রক’র মতবিনিময় সভা
Post Views:
৩৪৭
কামরুল হাসানঃ
কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলারোয়া সরকারি প্রাইমারি স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান। অনুষ্ঠানে নবাগত নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচছা জানান উপজেলা দুপ্রক নেতৃবৃন্দ। উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা সমাজের সর্বস্তরে দুর্নীতি বিরোধী চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য স্বস্ব অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান।
উপজেলা দুপ্রক সদস্য ও কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, উপজেলা দুপ্রক সহ.সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও লতিফা আক্তার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, শিক্ষক উৎপল কুমার সাহা,সিনিয়র সাংবাদিক এম.এ সাজেদ, আওয়ার নিউজ বিডি ডট কম এর সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সমতট সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নতুন সূর্যের সম্পাদক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক ফারুক রাজ প্রমুখ।