কলারোয়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত
Post Views:
২৮০
কামরুল হাসানঃ
কলারোয়ায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” এর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় ১ম ম্যাচে মুখোমুখি হয় কয়লা বনাম জয়নগর ইউনিয়ন। কয়লা নির্ধারিত সময়ে ২-০ গোলে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় দেয়াড়া বনাম কেঁড়াগাছি ইউনিয়ন। নির্ধারিত সময়ে কেঁড়াগাছি ইউনিয়ন ১-০ দেয়াড়া ইউনিয়নকে পরাজিত করে। দিনের শেষ খেলায় মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন বনাম চন্দনপুর ইউনিয়ন। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে কেরালকাতা ইউনিয়ন ২-১ গোলে চন্দনপুর ইউনিয়ন কে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বুধবার বিকাল ৪ টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কেঁড়াগাছি ইউনিয়ন বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদ।
এ টুর্নামেন্টে খেলোয়াড় বাছাই কমিটির দায়িত্ব পালন করছেন অফিসার ইন চার্জ (তদন্ত) মো. হাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. রনজিত হালদার, ডা. বাপ্পী দাস ও ডা. তরিকুল ইসলাম, বি.আর.ডি.পি অফিসার মো. সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল করিম লাভলু। এছাড়া সারাদিন খেলাগুলি উপভোগ করেন চেয়ারম্যান বিশাখা তপন সাহা, শেখ সোহেল রানা, মাহবুবুর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, স.ম মোরশেদ আলী, মো. ডালিম হোসেনসহ পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ, ফায়ার সার্ভিস অফিসার শরিফুল ইসলাম, বি,এম,আব্দুর রশিদ কচি, এড. শেখ কামাল রেজা, সুলতান আহমদ, নাজমুল হাসনাইন মিলন সহ বিপুল সংখ্যক দর্শক। খেলাগুলি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন, সাইদুর রহমান, মোমিনুর রহমান, সাজেদুল করিম তপু, শান্ত, সাইফুল ইসলাম, সাজু হাওলাদার। ধারাভাষ্যে সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও মো. রুস্তম আলী।