শ্রীলংকাকে ৪০০ রানের মাঝে আটকাতে চায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ-শ্রীলংকা চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। শতক হাঁকিয়ে বাংলাদেশের পথের কাঁটা হয়ে আছেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। রানের লাগাম টেনে ধরতে তাই তাকে দ্রুত ফেরাতে হবে টাইগারদের।
দ্বিতীয় দিন যত দ্রুত সম্ভব লঙ্কানদের অলআউট করতে চায় বাংলাদেশ। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাজির হন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। তিনি জানান, লঙ্কানদের ৪০০ রানের মধ্যে আটকে ফেলার ফন্দি আঁটছেন তার শিষ্যরা।
হেরাথ বলেন, ‘৪ উইকেট হারিয়ে ওরা ২৫৮ রান করেছে। কাল সকালে যত দ্রুত সম্ভব দুটি উইকেট তুলে নিতে হবে আমাদের। আমরা তাদের ৪০০ রানের নিচে রাখতে চাই। তাই আরও ১২০-১৩০ রানের মধ্যেই তাদের অলআউট করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আজকের পারফরম্যান্স অনেকটা সমান সমান। শ্রীলংকাকে কিছু কৃতিত্ব দিতে হবে, বিশেষ করে ম্যাথিউজকে- যা দারুণ একটি শতক হাঁকিয়েছে। তারা যেমনি ভালো ব্যাট করেছে, আমরা আবার তেমনি বোলিং ভালো করেছি।’
২১৩ বলে ১১৪ রান করে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন ম্যাথিউজ। তার ব্যাটই মূলত পথ দেখিয়েছে সফরকারীদের। সাবেক সতীর্থের হার না মানা মানসিকতায় মুগ্ধ হেরাথ।
বাংলাদেশের বোলিং কোচ বলেন, ‘ওকে আমি ভালো করে চিনি। আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি। দেশের জন্য তার ভালো করার ক্ষুধা কাজ করে সবসময়। তার বয়স যতই হোক, সবসময়ই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। এই গরমের মধ্যে দারুণ এক শতক হাঁকাল। আমি নিশ্চিত, সে শ্রীলংকাকে আরও অনেক কিছু দেবে।’
লঙ্কানদের থামিয়ে দিলেও বাংলাদেশ যে খুব একটা স্বস্তিতে থাকবে না তা-ও মনে করিয়ে দিয়েছেন হেরাথ। লঙ্কান স্পিনের সামনে টাইগারদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন সাবেক এই লঙ্কান স্পিনার।
তিনি বলেন, ‘তাদের এম্বুলদেনিয়া, মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভার মত স্পিনার আছে। আমাদের জন্য আগামীকাল ও পরবর্তী দিনগুলো ভালোই চ্যালেঞ্জিং হবে।’