কালিগঞ্জে ভাতিজার দা’র কোপে প্রাণ গেলো চাচার
Post Views:
৫৬৪
আরাফাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জে ভাতিজা হাবিবুর রহমানে’র (২০) দা’র কোপে চাচা সাইফুল ইসলাম (২৮) নিহত হয়েছে। ঘটনাটি ঘটছে সোমবার (১৬ মে) দুপুর ৩ টার দিকে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামে। এঘটনায় ঘাতক ভাতিজা হাবিবুরকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে গনেশপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম’র (২৮) সাথে তার চাচাতা ভাই আব্দুস সামাদের বিরোধ চলে আসছিলা। এরই সূত্রধরে সোমবার বিকাল ৩ টার দিকে দুই পরিবারর মধ্য সংঘর্ষ শুরু হয়। একপর্যায় সামাদের ছেলে হাবিবুর রহমান চাচা সাইফুল ইসলামকে দা’র কোপে মারে। এসময় গুরুতর আহত হন সাইফুল।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘাতক ভাতিজা হাবিবুরকে আটক করে। এ রিপার্ট লখা পর্যন্ত মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে ছিলো।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।