কালিগঞ্জে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
Post Views:
৪০১
আরাফাত আলী :
সাতক্ষীরার কালিগঞ্জে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃত ওই ব্যবসায়ীরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার ছোট মান্দারতলা এলাকার আবুল হোসেন মোড়লের ছেলে জুলফিকার মোড়ল, একই উপজেলার হরিনাপোতা এলাকার নওশের আলীর ছেলে নাজিম উদ্দিন ও আশাশুনি উপজেলার পাইথালি এলাকার দুলাল দেবনাথের ছেলে রুপ কুমার।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ মে) বেলা ১২ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে পুলিশ সদস্যরা চাম্পাফুল ইউপি’র উজিরপুর ভাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ১ কেজি গাঁজাসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়।
মঙ্গলবার (১৭ মে) সকালে আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।