শ্যামনগরে মধু ব্যবসায়ীকে মারধরের পর টাকা ছিনতাইঃ গ্রেফতার ১
Post Views:
৩৩০
শ্যামনগর ব্যুরোঃ
শ্যামনগরে মধু ব্যবসায়ীকে মারধরের পর ছিনতাইয়ের অভিযোগ থানায় মামলা ৷ শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ের ভেটখালী বাজারে কিশোর গ্যাং বাহিনীর হাতে এ মধু ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছে ।
এজাহার সূত্রে জানাগেছে যে, গত ১০ই মে সকাল আনুমানিক রাত সাড়ে ১০টা সময় পার্শ্বেখালী গ্রামের ছফেদ আলী গাজীর ছেলে মধু ব্যবসায়ী ফারুক হোসেন রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের সাবেক ইউ পি সদস্য সূরত আলী গাজীর পুত্র মোঃ আলতাফ হোসেনের কাছে ১ লাখ ৩২ হাজার টাকায় মধু বিক্রি করে ৷ মধুর টাকা দেবে বলে আলতাফ ফারুককে মোবাইলে জানালে ফারুক মাগরিবের নামাজের পরে আলতাফবের বাড়িতে আসে৷ আলতাফ ফারুককে সব টাকা বুঝায়ে দিয় ৷ ফারুক উক্ত টাকা নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে বাড়িতে দিকে রওনাদিলে ভেটখালী ব্রিজের ফারুকের চায়ের দোকানের সামনে আসলে কিশোর গ্যাং বাহিনী রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মৃত্যু মান্দার গাজীর পুত্র মোঃ বাবূ গাজী (৪৫), মোঃ বাবু গাজীর ছেলে মোঃ মেহেদী হাসান (২২), জলিল মোল্যার ছেলে মোঃ মিয়ারাজ হোসেন (২০), মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২১), মাগফুরের ছেলে মোঃ ইমন হোসেন (২২), বাবলু শেখের ছেলে মোঃ সাইদ হোসেন (১৯), মুনছুর আলীর ছেলে মোঃ খোকন মোল্যা সহ অজ্ঞাত ৬/৭ জন কিশোরগ্যায় রাত আনুমানিক ৯ টার সময় আমার মোটর সাইকেল গতিরোধ করে আমাকে এলোপাথাড়ি মারধর করে আমার কাছে থাকা ১ লাখ ৩২ হাজার টাকা এবং আমার ব্যবহারিত ১৫ হাজার টাকার মোবাইল ফোন ছিনতাই করে ফারুককে গাড়ী থেকে পিছের রাস্তায় ফেলে দেয় ৷ এসময় ফারুকের হাকচিৎকারে বাজারের লোক এসে ফারুককে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে যায় ৷ এ বিষয়ে গত ১৩ মে ২০২২ তারিখে ফারুক হোসেন নিজ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেন ৷ যার নং ২৪ ৷ মামলার ৩নং আসামি মেয়ারাজকে শ্যামনগর থানা পুলিশ এসআই মোস্তাফিজুর রহমান গ্রেফতার করেন ৷