জুনের শেষ দিকে পদ্মাসেতু উদ্বোধন
নিউজ ডেস্কঃ
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী মাসের শেষ দিকে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করার প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন তখনই পদ্মাসেতু উদ্বোধন করা হবে।
বুধবার বনানী সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সেতু বিভাগের আওতায় বেশকিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মাসেতুর মূল কাজের বাস্তবায়ন শতকরা ৯৮ ভাগ সম্পন্ন হয়েছে। নদী শাসনের কাজ শতকরা ৯২ ভাগ ও মূল সেতুর কার্পেটিংয়ের কাজ ৯১ ভাগ সম্পন্ন হয়েছে। প্রকল্প কাজের অগ্রগতি শতকরা ৯৩.৫০ ভাগ।
সেতুমন্ত্রী বলেন, সেতু বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ২ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টানেল টিউবের গুরুত্বপূর্ণ কাজসমূহ সম্পন্ন হয়েছে। বর্তমানে ঐ টানেল টিউবের মধ্যে অন্যান্য অভ্যন্তরীণ কাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে।