কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কামরুল হাসান,কলারোয়া :
কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলারোয়ার নবাগত নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় উপজেলার স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, কলারোয়া সরকারি কলেজের শিক্ষক সাদমান সাকিব, অধ্যক্ষ আবু বকর ছিদ্দীক, অধ্যক্ষ এসএম সহিদুল আলম, কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, কল্যাণ সমিতির সভাপতি এবাদুল হক, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক রুহুল আমিন,
প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক সামছুল হক, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক বাবর, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক অমলেন্দু কুমার, মাদরাসা সুপার আবু ইউসুফ, সুপার আবু মোনায়েম, সুপার সিরাজুল ইসলাম, শিক্ষক তৌহিদুর রহমান প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় আগামী ১৮ মে সকাল ১০টায় উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us: