আগামী বছরে সব বিষয়ে এসএসসি-এইচএসসি পরীক্ষা

নিউজ ডেস্কঃ

আগামী বছরে সব বিষয়ে এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি সূত্রে সোমবার এ তথ্য জানা গেছে। আন্তশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে গত মাসে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

ঐ চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ ঘণ্টায় নেয়া হবে এবং নম্বর হবে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরের মধ্যে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)