পাটকেলঘাটায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন হামলাকারীরা
পাটকেলঘাটা প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় জমির জেরে চাচা ভাইপো পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে একদল দূর্বিত্ত। ঘটনাটি নতুন করে মামলা সাজতে হামলার পর নিজের জখম করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি রয়েছে হামলা কারীরা। এনিয়ে মামলার বাদী মোক্তার সরদারের মনে মিথ্যা মামলায় পড়ার সংখ্যা দেখা দিয়েছে। সোমবার সকালে মোক্তার সরদার প্রতিবেদককে জানান, জুজখোলা গ্রামে ১৪শতক জমি নিয়ে তার চাচাতো ভাই মুনছুর সরদার , বজলু সরদার, ববুল সরদারসহ বাবুল সরদার গং দের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে আমি এবং ভাইপো ফারুক সরদার মাঠ থেকে জমি দেখে ফেরার সময় তারা আমাদের ওপর হামলা চালায়। ওই সময় তারা আমাদের বাঁশের লাঠি ও দা দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে।পরবর্তীতে আমাদের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। দুদিনের চিকিৎসা শেষে আমি বাড়ি এসে জানতে পারি হামলাকারীদের মধ্যে, জুজখোলা গ্রামের কলিম সরদারের ছেলেবজলু সরদার(৫২), মুনছুর সরদারের স্ত্রী তাছলিমা বেগম (৪৫)ছেলে
ওয়ালিদ হোসেন(১৬) হাসপাতালে ভর্তি। এছাড়া তাদের পক্ষ থেকে আমাকে মিথ্যা মামলায় ফাঁসাতে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আমরা মাত্র দুজন লোক তাদের ১০-১৫জনের মোকাবিলা করা কিভাবে সম্ভব। তাছাড়া হামলার সময় তারা শারিরিক ভাবে কোন প্রকার আঘাত পায়নি। নিজেরাই জখম করে হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যা মামলার নাটক সাজাচ্ছে বলে দাবী করেন তিনি।
বিষয়টি নিয়ে বজলু সরদারের পরিবারে সাথে কথা বললে এবং সরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুত্র ফিরোজের সাথে কথা বললে মারামারি ঘটনায় দুই পক্ষ আহত হয়েছে বলে দাবী করেন।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান, এঘটনায় দুটি পৃৃথক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত চলছে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Please follow and like us: