পাটকেলঘাটায় অন্য স্বামীর সঙ্গে ঘর বাঁধায় তামান্নাকে পুড়িয়ে হত্যার চেষ্টা
নিউজ ডেস্ক:
তালাক দিয়ে অন্য স্বামীর সঙ্গে ঘর বাঁধায় প্রতিশোধ নিতে তামান্নাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন সাবেক স্বামী সাদ্দাম হোসেন। দাহ্যপদার্থ ছুড়ে মেরে আগুন ধরিয়ে দিয়েছিলেন সাদ্দাম ও তার সহযোগীরা। এতে তামান্নার দেহের ৪০ শতাংশ এবং তার দ্বিতীয় স্বামীর দেহের কিছু অংশ পুড়ে ঝলসে যায়।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা পুলিশের প্রাথমিক তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে।
পুলিশ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তামান্নার প্রথম স্বামী কলারোয়া উপজেলার তুলসিডাঙা গ্রামের সাদ্দামকে গ্রেফতার করেছে। তামান্নাও একই বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ সাদ্দামের আরেক সহযোগী তুহিন হোসেনকে গ্রেফতার করেছে।
সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার এ মর্মান্তিক ঘটনাটি ঘটে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বড়কাশিপুর গ্রামে।
জানা গেছে, গত ৫ মে সন্ধ্যায় তামান্না তার দ্বিতীয় স্বামী ফরহাদ হোসেনকে নিয়ে কপোতাক্ষপাড়ে গল্প করছিল। এমন সময় তাদের লক্ষ্য করে পেট্রল কিংবা কেরোসিন জাতীয় কোনো দাহ্য পদার্থ ছুড়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। তামান্না ও তার স্বামীকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আগুনে পুড়িয়ে সাবেক স্ত্রী তামান্নাকে হত্যার চেষ্টাকারী সাদ্দাম হোসেনের হাতও আগুনে দগ্ধ হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পর পুলিশ হামলাকারীদের চিহ্নিত করতে মাঠে নামে। অবশেষে শুক্রবার রাতে সাদ্দাম ও তুহিন হোসেন গ্রেফতার হয়।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, তামান্নার বাবা শেখ আব্দুল হক এ বিষয়ে থানায় একটি মামলা করেন। আমরা আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য মাঠে নামি।
পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, গত এপ্রিল মাসে মোবাইল ফোনের মাধ্যমে বড়কাশিপুর গ্রামের তামান্নার সঙ্গে বিয়ে হয় কলারোয়ার তুলসিডাঙা গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদ্দাম হোসেনের। কিছুদিন পর তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তামান্নার বাবা তাকে দ্বিতীয় বিয়ে দেন পুরাতন সাতক্ষীরার ফরহাদ হোসেনের সঙ্গে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সাবেক স্বামী সাদ্দাম হোসেন। প্রতিশোধ নেয়ার লক্ষ্যে সাদ্দাম তার সহযোগীকে নিয়ে তামান্নাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।