কলারোয়ায় নবাগত ইউএনও রুলী বিশ্বাসের সৌজন্য মতবিনিময়
Post Views:
৩৭০
কামরুল হাসানঃ
কলারোয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের কর্ম দিবসের প্রথম দিন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সকল দপ্তরের আধিকারিকদের সাথে সৌজন্য এ মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.অমল কুমার সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, পুলিশ পরিদর্শক(তদন্ত)হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, উপজেলা নির্বাচন অফিসার, বিআরডিবি কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহারসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সংক্ষিপ্ত বক্তব্যে দপ্তর প্রধানদের কাছে সকল কাজে সহযোগিতা কামনা করেন এবং সাধ্যমত তিনিও সকলকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।