হাসপাতালে মাশরাফি, দিতে হলো ২৭ সেলাই
মাঠ নয়, এবার ঘরে পাওয়া চোটে আহত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। জরুরি ভিত্তিতে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে।
শনিবার (৭ মে) নিজ বাড়িতেই এই দুর্ঘটনার শিকার হন মাশরাফি।
মাশরাফির পরিবার সূত্র জানায়, বাড়িতে অবস্থানকালে মাশরাফির কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।
পরে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নিয়ে তার পায়ে ২৭টি সেলাই দেওয়া হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার আরও জানায়, এখন শঙ্কা কেটে গেছে। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
এই পা ও হাঁটুর ইনজুরির কারণেই বিভিন্ন সময় মাঠ থেকে দূরে থাকতে হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। এখন ক্যারিয়ারের শেষ দিকে এসে সেই পায়ের ওপরই বড় আঘাত আসল তার।
Please follow and like us: