বাবর আজমের চেয়ে বেশ পিছিয়ে কোহলি
স্পোর্টস ডেস্ক:
একটা সময় ধারণা করা হতো, শচিন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ভাঙতে পারেন, সেটা বিরাট কোহলিই হবেন। হবেই না কেন, ২০১৯ এর আগ পর্যন্ত যে ৭০টা আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক! তবে এরপর থেকেই সেঞ্চুরির খরা চলছে কোহলির, শেষ কিছু দিনে তো রানই পাচ্ছেন না!
কোহলির ব্যাট যখন ধার হারিয়েছে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ব্যাটে তখন থেকে চলছে রানের ফল্গুধারা। সাধারণত ব্যাট করেন কোহলির মতোই তিন নম্বরে, ব্যাট করার ধরনেও আছে বেশ মিল। শেষ কিছু দিনে তাই দু’জনের তুলনাটাও আসছে ভালোভাবেই। সেই আলোচনায় এবার নাম লেখালেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। জানালেন, বাবর কোহলির লড়াইয়ে এখন বাবরই এগিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার মত দেন, বাবর আজম এখন কোহলির চেয়ে বেশ এগিয়ে। নিজের সোনালী সময়টা পেছনে ফেলে কোহলি ধুঁকছেন বেশ, অন্য দিকে বাবর সব ফরম্যাটেই আধিপত্য দেখাচ্ছেন বেশ।
আকিবের ভাষ্য, ‘এখন আমার মনে হয় বাবর এগিয়েই আছে। কোহলির সোনালী একটা সময় কেটেছে বটে, কিন্তু এখন তা নিচের দিকে নামছে। কিন্তু অন্য দিকে বাবরের ফর্মটা ওপরের দিকেই উঠছে কেবল।’
সাবেক পাক পেসার শুধু এখানেই থেমে থাকেননি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার অন্য সব খেলোয়াড়ের তুলনাতেও দিয়েছেন নিজের মত। শাহিন শাহ আফ্রিদি ও যশপ্রীত বুমরাহর মধ্যে কে সেরা, তার উত্তরে তিনি বলেছেন, ‘এখন আমার মনে হয় বুমরাহ থেকে শাহিন ভালো। কারণ, শাহিন যখন আন্তর্জাতিক ক্রিকেটে এসেছে, তখন ইতোমধ্যেই বুমরাহ নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। তখন তার সমালোচকরাও বলছিল, বুমরাহ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি, সর্বত্রই ভালো করছে। কিন্তু এখন শাহিন প্রমাণ করেছে যে সে আরও ভালো, আর বুমরাহ থেকেও বেশি যোগ্য সে।’
সেই সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন মোহাম্মদ রিজওয়ান আর ঋষভ পান্তের মধ্যে কে ভালো, তা নিয়েও। বলেছেন, ‘রিজওয়ান এখন পান্তের চেয়ে ভালো। পান্তের যা দক্ষতা আছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে রিজওয়ান যেভাবে দায়িত্ব নিয়ে খেলে, তাতে পান্ত তার চেয়ে বেশ পিছিয়েই থাকবে। প্রায়ই বলা হয় পান্ত একজন আগ্রাসী খেলোয়াড়, কিন্তু উইকেটে থেকে দুটো বড় শট খেলে আউট হয়ে যাওয়ার নামই কিন্তু আগ্রাসন নয়; বরং উইকেটে থেকে লড়াই করে খেলাটা শেষ করে আসার নাম আগ্রাসন।’