নিরাপদ বসত ঘরের অভাবে অতি দরিদ্র রুপিয়া পরিবারের মানবেতর জীবনযাপন
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলাস্থ তালা উপজেলার শিরাশুনি গ্রামে রুপিয়া পরিবার নিরাপদ বসত ঘরের অভাবে দীর্ঘদিন মানবেতর জীবন যাপন করছে। প্রাকৃতিক যে কোন দূর্যোগে জীবন বাঁচানোর জন্য পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবার তাঁকে অন্যের বাড়ী অথবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে হয়। তাঁর স্বামী একজন অতি দরিদ্র, অসহায়, সহজ-সরল ব্যক্তি ও দিনমজুর। সংসারে একজন প্রতিবন্ধীসহ মোট চয়জন সদস্য।
একজন স্কুল পড়–য়া কন্যাও আছে। পরিবারের যেটুকু জমি আছে তা ভূমিহীনের নামান্তর। তার উপর কুঁড়ে ঘর বেঁধে পাটকাঠির বেঁড়া দিয়ে তাদের বসবাস। তাঁর পরিবার অত্যন্ত ঝু^ঁকির মধ্যে বসবাস করে। তিনি জানান যে, বিগত সময়ে প্রাকৃতিক ঝড়ে তাদের বসবাসরত ঘরটি কয়েকবার ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিবারে আয়ের মানুষ কম বলে তাঁরা দিন-আনা দিন-খাওয়া করে সংসার নির্বাহ করে।
আর্থিক সামার্থ্য না থাকার কারনে নতুন কোন নিরাপদ ঘর তৈরী করাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বর্তমানে সরকারের কোন সাহায্য-সহযোগিতাও পরিবারটি পায় না বলে আক্ষেপ করেন। তিনি আরো জানান যে, একটি সরকারী ঘর প্রাপ্তির আশায় আকুতি জানিয়েও ব্যর্থ হয়েছেন। তাদের মানবেতর জীবন চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। মানবিক কারনে তাঁদের একটি সরকারী বসত ঘর একান্ত প্রয়োজন।