আশাশুনি-চাম্পাফুল সংযোগ ব্রীজ অবশেষে সংস্কার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার সাথে কালিগঞ্জ উপজেলার সংযোগ কালিবাড়ি বাজার ব্রীজের ভাঙ্গা অংশ অবশেষে সংস্কার করা হয়েছে। ৬ মে গভীর রাতে ব্রীজের সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
আশাশুনি সদর ইউনিয়নের সীমান্তবর্তী অংশে ও চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল (কালিবাড়ি) বাজারের মধ্যে দু’উপজেলার সংযোগ ব্রীজের অংশ বিশেষ দীর্ঘদিন ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হলে যানবাহন ও পথচারী চলাচল খুবই ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এনিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর বিপদাপন্ন স্থানে ব্যারিকেড দিয়ে বিপদ থেকে রক্ষার সাময়িক ব্যবস্থা করা হয়। ফলে ব্রীজের উপর দিয়ে কোন ভারী যানবাহন এমন কি ভ্যান, ইজিবাইক পর্যন্ত চলাচল বন্ধ হয়ে যায়।
অবশেষে মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে চাম্পাফুল ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোজাম্মেল হক নিজস্ব অর্থায়নে ও চাম্পাফুল বাজার কমিটির সহযোগিতায় ৬ মে রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত একটানা কাজ করে ব্রীজের সংস্কারের কাজ করা হয়। এসময় চেয়ারম্যান মোজাম্মেল হক উপস্থিত থেকে কাজ পরিচালনা করেন। চাম্পাফুল বাজার কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কবির, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।