ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম বৃদ্ধি: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক :

পার্শ্ববর্তী দেশসহ অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়ছে। ভোজ্যতেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারা বিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশ তো কোনো আইসোলেটেড জায়গা না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি ৮ দশমিক ১০৫ কিলোমিটার। এর চুক্তিমূল্য ৩৬৪ কোটি ২৫ লাখ টাকা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ কাজ আগামী বছর জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৫ ভাগ কাজ শেষ হয়েছে।

সেতুমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার উত্তরে বলেন, মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়, তাদের গায়ে জ্বালা হয়। তিনি বলেন, মানুষ কষ্ট পাবে না। শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজার। প্রধানমন্ত্রী করোনা সংকটের সময়েও তার দূরদর্শিতাকে কাজে লাগিয়ে দেশকে বাঁচিয়েছেন। এটা মোকাবিলা করার সাহস ও সততা আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঈদে মানুষের আনন্দ হাসিমুখে দেখেছি। রাস্তা থেকে যাত্রীদের টেলিফোন পাইনি, ঘরমুখো মানুষের ভোগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটা ভালোই কেটেছে। বাড়িতে অনেকদিন পরে গিয়েছি, বাবা-মায়ের কবর জিয়ারত করেছি। সেখানে বহু মানুষের ঢল নেমেছিল। এবার ঈদযাত্রা স্বস্তির হওয়ার পেছনে কারণ হলো সড়কের অবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। দ্বিতীয়ত, যারা হাইওয়ে পুলিশ সদস্য আছেন, মালিক-শ্রমিক, রোডস অ্যান্ড হাইওয়ে এরা সবাই সবার দায়িত্ব যথাযথ পালন করেছেন।

উত্তরবঙ্গে রোডস অ্যান্ড হাইওয়ে নতুন প্ল্যান করে সেখানে ব্যবস্থা করেছে। তিনটি ফ্লাইওভার করা হয়েছে। নলকা সেতু অনেক বড় সমস্যা ছিল। এটা আমরা নতুন করে করেছি। এ কারণে এবার ঈদযাত্রায় ঝুঁকিও কম ছিল।

নারায়ণগঞ্জের লিংকরোড প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা শামীম ওসমানের দীর্ঘদিনের চাওয়া। এখানে ছয় লেনের রাস্তা হবে। এ কাজ জনস্বার্থে। কাজেই সেনাবাহিনীসহ যাদেরই জায়গা আছে তাদের সঙ্গে আলোচনা করব।

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নারায়ণগঞ্জ সার্কেল, ড. মো. নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল, উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।

এখন নিরপেক্ষ সরকারের দরকার নেই : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে বলেন, এখন নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচনকালে কমিশনের কাজের ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, বিএনপি জতীয় নির্বাচনে আসবেই, ‘গাধা পানি খায় ঘোলা করে’। গাধা যেমন পানি ঘোলা করে খায় বিএনপিও তেমনি পানি ঘোলা করে খেয়ে তারপর নির্বাচনে আসবে। নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপির অধিকার, সুযোগ নয়। বৃহস্পতিবার রাত ১০টায় ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন-ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল ইসলাম মোল্লা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন প্রমুখ।

ফেনী সার্কিট হাউজের প্রবেশ মুখে ফেনীর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও ফেনী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ইউনিয়ন সভাপতি যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সৈয়দ মনির, শুকদেব নাথ তপন ও তোফায়েল আহম্মদ নিলয়ের নেতৃত্বে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)