মাগুরা ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা কৃষকলীগ কমিটিকে সংবর্ধনা প্রদান
Post Views:
৩০৫
ফারুক সাগরঃ
তালা উপজেলার মাগুরা ইউনিয়নের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা কৃষকলীগ কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয় ।মাগুরা মহিলা আইডিয়াল কলেজে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
মাগুরা ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম লিটন এর সঞ্চালনায় ইউনিয়ন সভাপতি দেবব্রত দেবনাথের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান গনেশ দেবনাথ ।সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য দিলীপ কুমার অধিকারী, তালা উপজেলার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সনৎ কুমার ঘোষ ।
এ সময় কৃষক লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ সাধুকে ফুল দিয়ে বরণ করে নেন মাগুরা ইউনিয়নের সভাপতি দেবব্রত দেবনাথ ও সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম লিটন সহ ইউনিয়ন ওয়ার্ডের সকল নেতা কর্মীরা।
অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করে মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগ ও কৃষকলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠন ।