পাটকেলঘাটায় জমির বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে জখম
Post Views:
৬৩৫
পাটকেলঘাটা প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে দু’জনকে পিটিয়ে ও কুুপিয়ে জখম করেছে দূর্বিত্তরা।শুক্রবার সকালে পাটকেলঘাটার জুজখোলা এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন, জুজখোলা গ্রামের জমির সরদারের ছেলে মোক্তার সরদার (৪২)ও চাচাতো ভাইয়ের ছেলে ফারুক সরদার (২৪)।হামলার শিকার মোক্তার সরদার বলেন, জুজখোলা এলাকায় ১৪ কাঠা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো চাচাতো ভাই মুনছুর সরদার ওরফে (পচু সরদার), মোঃ বজলু সরদার, ও বাবুল সরদার গং দের সাথে। সকালে আমি এবং আমার ভাইপো জমি দেখে ফেরার সময় বাবুল সরদার গং সহ জামাই জাহিদ হোসেন দা ও লোহার রড এবং বাঁশের লাঠি নিয়ে একত্রে এসে আমাকে এবং আমার ভাইপো ফারুক সরদার কে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। পরবর্তীতে আমাদের আর্তচিৎকারে স্থানীয়রা লোকজন এসে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।