খলিষখালীতে চোর চক্রের ৫ সদস্য আটক
Post Views:
৪০১
ফারুক সাগরঃ
পাটকেলঘাটার খলিষখালীতে চোর চক্রের ৫সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে কেশবপুর ও পাটকেলঘাটা থানার পুলিশের যৌথ অভিযানে তাদের গনেশপুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃতরা হল গনেশপুর গ্রামের জফর গাজীর ছেলে মনা (২০), সিরাজুল গাজীর ছেলে আবু মুছা (১৮), আলিম সরদারের ছেলে খায়রুল ইসলাম(১৯), মফিজুল গাজীর ছেলে রকি গাজী (১৭),কাশেম গাজীর ছেলে ইব্রাহিম আলী(১৮)। পুলিশ জানায়, সম্প্রীতি ঈদের দিন যশোর জেলার কেশবপুর উপজেলার সুঢ়িঘাটা বাজারের একটি দোকান থেকে তারা নগদ টাকা সহ এক লক্ষ ৫৫ হাজার টাকার মালামাল চুরি করে। পরবর্তীতে কেশবপুর থানায় একটি মামলা হলে তথ্য প্রযুক্তির সহয়তায় তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে চুরির কিছু মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।তবে আটককৃত পরিবারের অভিবাবকের দাবী তাদের ছেলেদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।