সহানুভূতি প্রধান কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্র সম্পর্কে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত
Post Views:
৫৭৬
জহর হাসান সাগরঃ
সৃষ্টির সেবার মাঝে স্রষ্ঠকে খুঁজি এই শ্লোগানকে সামনে রেখে
সাতক্ষীরার তালা উপজেলার বারইহাটি গ্রামে সহানুভূতি’ র প্রধান কার্যালয় ও ফ্রী সেবা কেন্দ্র সম্পর্কে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪মে ) সকাল ১১ সময় সহানুভূতির প্রধান কার্যালয় বারইহাটি মোড়, তালা, সাতক্ষীরায় এই সভা অনুষ্ঠিত হয়। সহানুভূতি তালা প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আব্দুল আলিমের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান, কল্যাণ বসু বিষ্টি ব্যবসায়ী তালা সাতক্ষীরা , মাহমুদুর নবী, অধ্যাপক আজিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নপাড়া , অভাইনগর, যশোর, সরদার জাকির হোসেন, ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রভাষক প্রণব ঘোষ বাবু, ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুতপা রাহা, তালা মহিলা কলেজ শিক্ষিকা, নাহিদ হাসান, আমার বন্ধু ফাউন্ডেশন সাতক্ষীরার , জহর হাসান সাগর, সাধারণ সম্পাদক, মানব কল্যাণ ব্লাড ফাউন্ডেশন সাতক্ষীরা, সহ আরো অনেকে।