সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে জীবননাশের হুমকি, থানায় জিডি
শ্যামনগর প্রতিনিধিঃ
চোরাকারবারি মোনাজাত আবারও বেপরোয়া
কে এই মোনাজাত তার ক্ষমতার উৎস কোথায়
শিরোনামে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আব্দুল কাদের’কে জীবন নাশের হুমকি প্রদর্শন করে চোরাকারবারি মোনাজাত। এঘটনায় শ্যামনগর থানায় লিখিত জিডি করেছে আব্দুল কাদের। তার লিখিত ডাইরিতে বলেন, তিনি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা ও অনলাইন পোর্টাল রিপোর্টার বাংলা টিভিতে সাংবাদিকতার দায়িত্ব পালন করে। মোঃ মোনাজাত হোসেন , পিতা আরশাদ বরকন্দাজ সা শৈলখালী , ডাকঘর শৈলখালী উপজেলা শ্যামনগর , জেলা সাতক্ষীরা কৈখালী সীমান্তে একজন আলোচিত চোরাই সেন্ডিগেড । পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ্য ভাবে অবৈধ মালামাল নিয়ে দেশে বিভিন্ন স্থানে পাঠায় । আব্দুল কাদের তথ্য সংগ্রহ করে ধারাবাহিকভাবে পত্রিকায় সংবাদ প্রকাশিত করে । তারই জের ধরে উক্ত মোনাজাত ২ মে ২২ ইং তারিখ , সময় রাত্র ১০টা ৬ মিনিটে মোবাইল থেকে ফোন দিয়ে কাদেরকে জীবন নাশের হুমকি প্রদর্শন করে । ভবিষ্যতের কথা বিবেচনা করে বিষয়টি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরী ভুক্ত করে ৪ মে থানার জিডি করে জিডি নং ১৫৭। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক সমাজ ৷
স্থানীয় সচেতন মহল চোরাকারবারীদের হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বাংলাদেশের সর্বশেষ উপজেলা শ্যামনগর সহ বিভিন্ন উপজেলায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলবে। অচিরেই চোরাকারবারীকে আইনের আওতায় আনার দাবি জানান।