শাহরুখের আক্ষেপ
বিনোদন ডেস্কঃ
বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলিউড বাদশাহকে নিজের বাবা-মা প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভিডিওটি বেশ পুরোনো। ২০১৮ সালের দশ কা দম রিয়েলিটি শোয়ের। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাহরুখ। পুরোনো ওই ভিডিওটিই এখন নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর কারণ হলো বলিউডের বাদশাকে নিজের বাবা-মা সম্পর্কে খুব কমই কথা বলতে দেখা যায়।
ভিডিওতে শাহরুখকে বলেছেন, আমি তিন সন্তানের বাবা। কোনো মা-বাবার জীবনে এর থেকে বড় কোনো স্বপ্ন হতে পারে না যে, তার সন্তান বাবা-মাকে মাসে একবার অথবা নয় মাসে কিংবা ছয় মাসে একবার বলে দিক, মা-বাবা আমি তোমাদের ভালোবাসি। আমার মা-বাবা দুজনেই মারা গিয়েছেন। তাই আমার মনে হয়েছিল, এক-দু’বার বলে দেওয়া উচিত ছিল এই কথাটা। বাবা-মায়ের কাছে ভালোবাসা প্রকাশ করাটা জরুরি।
শাহরুখকে এখন এক নামে পুরো বিশ্ব চেনে। এরপরও তার মনে রয়েছে একটাই আক্ষেপ। তার নাম-যশ-প্রতিপত্তি আকাশ ছোঁয়া। তবে শাহরুখের সফলতা অর্জনের অনেক আগেই, না ফেরার দেশে চলে গিয়েছেন তার বাবা-মা।
শাহরুখের যখন ১৫ বছর বয়স তখন তার বাবা তাজ মোহাম্মদ খান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ১৯৯০ সালে অভিনেতার মা লতিফ ফতিমা খানের দীর্ঘ রোগভোগের পর মৃত্যু হয়। শাহরুখের তারকা হয়ে ওঠা দেখে যেতে পারেননি তার মা-বাবা। সেই আক্ষেপ আজও তাড়া করে বেড়ায় তাকে।