তালায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে মোঃ মুশফিকুজ্জামান নামের ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন মঙ্গলবার (৩ মে) দুপুরে তালা উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। নিহত শিশু মুশফিকুজ্জামান সাতক্ষীরার তালা উপজেলার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদের ছেলে। নিহতের পারিবারিক সুত্র জানায়, তালা উপজেলার লালচন্দ্রপুর গ্রামের আবু সাঈদ, তার ৬ মাস বয়সের শিশু ছেলে মোঃ মুশফিকুজ্জামানসহ পরিবারের মোট ৪জনে মিলে ব্যাটারীচালিত ভ্যানে নগরঘাটা গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল।
পথিমধ্যে তালা উপজেলারধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রীজ কাছে পৌছালে অসাবধানতাবশত আবু সাঈদের স্ত্রীর বোরখা ভ্যানের চাকার সাথে জড়িয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার স্ত্রী ও কোলে থাকা শিশু ছেলে ভ্যান থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এ সময় সকলের সামনেই শিশুটি ছটফট করেতে থাকে। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাটকেলঘাটা থানা অফিসা ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।