টেকনাফে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা ডাকাত আটক
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার ভোর ৪টার দিকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম।
আটককৃত ডাকাতরা হলেন- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আক্তার হোসেন, মো. হাসান, মোহাম্মদ নুর, সাইফুর রহমান, নুরুল আমীন, শাহিন, মো. ইলিয়াস, মো. রফিক, খাইরুল আমীন, মো. ইলিয়াস।
তারিকুল ইসলাম বলেন, বুধবার ভোরে টেকনাফের নয়াপাড় রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকে কিছু সশস্ত্র লোকজন ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১০ জন রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়।
আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
Please follow and like us: