শ্যামনগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার
অনাথ মণ্ডল, শ্যামনগর :
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর৷ দীর্ঘ একমাস রোজা রাখার পর ঈদ৷ কোভিড-১৯ এর কারনে গত দুই বছর স্তব্ধ থাকার পর ঈদের কেনাকাটায় যেনো প্রাণ ফিরে পেয়েছে শ্যামনগর বাসী ।
পবিত্র ঈদকে সামনে রেখে এবার উপজেলা সদরের জে.সি কমপ্লেক্স, এম.এম প্লাজা, সিটি সুপার শপ, সোনার বাংলা শপিং কমপ্লেক্স, নকিপুর বাজারসহ বিভিন্ন ছোট-বড় শপিংমল গুলোতে জমে উঠেছে ঈদ বাজার।
ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত দুই বছর তাঁদের লোকসান হয়েছে। এবার অনেক ক্রেতা আসছেন। বেচাকেনাও ভালো হচ্ছে। তবে ক্রেতারা বলছেন, কাপড়ের দাম একটু বেশি রাখা হচ্ছে।
ক্রেতাদের আগমনে মুখর এখন মার্কেটগুলো। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিপনী-বিতানে চলছে কেনাবেচা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার রমজানের শুরু থেকেই জমে উঠেছে কেনাকাটা। দিন রাত যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন নারী-পুরুষরা। তবে সন্ধ্যার পরই ভিড় বাড়ছে বেশি।
শনিবার (৩০ এপ্রিল) উপজেলা সদরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, কোভিড-১৯ এর কারনে গত দুই বছর স্তব্ধ ঈদের কেনাকাটায় যেনো প্রাণ ফিরে পেয়েছে। তাই এ বছর ব্যবসায়ীরা শতভাগ প্রস্তুতি নিয়ে নেমেছেন। বিক্রি ভালো হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দোকানিরা।
তবে ক্রেতাদের অভিযোগ, দাম এবার অনেকটা বাড়তি। তার পরেও পরিবার-পরিজনের চাহিদা মেটাতে কেনাকাটা শেষ করছেন তারা। বিক্রেতারা জানিয়েছেন, রোজার শুরু থেকে বেচাবিক্রি ভালো না হলেও ২০ রমজানের পর থেকে এখন অনেক ভালো হচ্ছে।
Please follow and like us: