শ্যামনগরে কৈখালী বিজিবি’র অভিযানে ভারতীয় ৬ টি গরু ও ১টি নৌকা আটক
অনাথ মণ্ডল, শ্যামনগর :
শ্যামনগর উপজেলার নীলডুমুর ব্যাটালিয়ান (১৭ বিজিবি) উত্তর কৈখালী বিজিবি চোরাইপথে আসা ভারতীয় ০৫টি গরু আটক করেছে।একই সময়ে কৈখালী আর বিজিবি সদস্যরা দক্ষিণ কৈখালী আদম গাজীর বাড়ি সংলগ্ন কালিন্দী নদী হতে ১ টি গরু সহ ১টি নৌকা আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায় ভারতীয় চোরাকারবারীরা সীমান্ত পাড়ি দিয়ে গরু-মহিষ ও মাদক এনে দেশীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। শুক্রবার রাতে কৈখালী সীমান্তের সাহেবখালী এলাকায় বিজিবি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেন। রাত আনুমানিক ০১ টার সময় ভারতীয় চোরাকারবারীর দল গরু নিয়ে সীমান্ত নদী পেরিয়ে সাহেবখালী প্রবেশ করলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গরু গুলো রেখে পালিয়ে যায়।
এ সময় বিজিবি’র সদস্যরা ভারতীয় চোরাই পথে আসা ০৫ টি গরু আটক করে ও পৃথক অভিযানে ১ টি গরু সহ ১ টি নৌকা ক্যাম্পে নিয়ে আসে।শুক্রবার রাতে গরু গুলো নীলডুমুর(১৭) ব্যাটালিয়ন উত্তর কৈখালী বিজিবি ক্যাম্পে নিয়ে যান এবং শনিবার প্রকাশ্যে নিলামে বিক্রয়ের জন্য কালীগঞ্জের বসন্তপুর প্রেরণ করেন।
Please follow and like us: