‘নিত্য পণ্যের দাম বাড়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে’
অনলাইন ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতি বছর কয়েকবার করে গ্যাস-তেলের দাম বাড়ানো হয়।
শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ দেশের রাজনৈতিক কাঠামোতে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করার মাধ্যমে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগই নিয়ে এসেছিল। তারা ক্ষমতায় আসার পর তা বাতিল করে।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।