চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
Post Views:
৩৮৫
আব্দুর রশিদ বাচ্চুঃ
ডুমুরিয়া চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারন অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদে ৮ জন অভিভাব প্রার্থী হিসাবে প্রতিদ্বিদ্বিতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৮ প্রার্থীরা হলেন, আবুল কালাম সরদার, ইকবাল হোসেন সালাম, বিধান তরফদার, কামরুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, মোজাফফর হোসেন নিপু, সঞ্জয় মজুমদার, ও সরদার মাসুম বিল্লাহ। নির্বাচনে ৩৯১জন ভোটারের মধ্যে ২১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসার ও চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার সেখ ফিরোজ আহম্মেদ আমাদের প্রতিনিধিকে বলেন, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদে ৪ টিনপদের বিপরীতে ৮ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই নির্বাচনে আমাকে সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান সভাপতিসহ সকলেই সহযোগিতা করেছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই। ভোটে কোন প্রকার জটিলতা বা প্রকার অভিযোগ নেই। অবাধ সুষ্টু ভাবে সকাল ১০ টা থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে বিধান তরফদার ১২৪ ভোট , ইকবাল হোসেন সালাম ১১৮ ভোট, মোজাফফর হোসেন নিপু ১১৩ ভোট এবং আবুল কালাম সরদার ১০০ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়। এছাড়া নির্বাচনের আগে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ইতু রানী সরকার বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ। সহকারী প্রিজাইডিং ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি কুন্ডু।