দেবহাটায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) ডিআরআরএ’র বাস্তবায়নে লিলিয়ানা ফন্ডস’র সহযোগিতায় কমিউনিটি বেইজড ইনক্লুসিভ ডেভেলাপমেন্ট (সিবিআইডি) প্রকল্পের আওতায় সংস্থার হাদিপুর কেন্দ্রে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সহায়ক বিতরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোস্তাফিজুর রহমান, দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল-মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র (ডিএম) জিএম আনজির হোসেন, ডিএম (ফিন্যান্স এন্ড এডমিন) তরুন কুমার সরদার, সিবিআর কো-অডিনেটর অসিত দেবনাথ, ইনক্লুশেন ম্যানেজার নিলোৎপল মন্ডল সহ আরো অনেকে।
এসময় ১৩টি হুইল চেয়ার, ৭টি ওয়াকার, ৩টি স্টান্ডিং ফ্রেম, ট্রাই সাইকেল একটি, ৫টি স্পেশাল কর্ণার চেয়ার, একটি অকজেলারী ক্রাচ বিতরন করা হয়।
এর আগে ডিআরআরএ কর্তৃক পরিচালিত অমরজ্যোতি বিশেষ স্কুলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ সহ সকল কর্মকর্তারা। এছাড়া ডিআরআরএ’র থেরাপি সেন্টারের মাধ্যমে সেবাগ্রহীতা শিশু ও তাদের অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন তিনি।