শ্যামনগরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর
অনাথ মণ্ডল,শ্যামনগর :
ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর ভার্চুয়াল অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের রূপকার জন-নেত্রী শেখ হাসিনা।
২৬ শে এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত ভূমিহীন, গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের এস.এম জগলুল হায়দার।
এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তানজিলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ,উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন , সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল্লাহ , ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুল ইসলাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সুফলভোগী গন।
উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার তৃতীয় পর্যায়ে বরাদ্দকৃত ১৮৯ টি ঘরের মধ্যে নির্মিত ৮৫ টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। ইতিপূর্বে শ্যামনগর উপজেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি ঘর হস্তান্তর করা হয়েছে।