শুরু হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
বিনোদন ডেস্ক :
২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। সোমবার নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এবারের উৎসবে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে। সম্মান জানানো হচ্ছে চিদানন্দা দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ান পরিচালক মিকলোস জাঁকোসকে।
এছাড়া গত এক বছরে যেসব বিশিষ্ট ব্যক্তিত্ব মারা গেছেন তাদেরও শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। সেই তালিকায় রয়েছেন- পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, বলিউড অভিনেতা দিলীপ কুমার, অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত, অভিষেক চট্টোপাধ্যায়, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী ।
উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন পরিচালক সন্দীপ রায়, গৌতম ঘোষ, অভিনেতা রঞ্জিৎ মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী নুসরত জাহান, ইন্দ্রাণী হালদার, সায়নী ঘোষসহ অনেকে।