আশাশুনিতে ৪৭টি ঘর ও দলিল গৃহহীনদের কাছে হস্তান্তর
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
সারাদেশ ব্যাপী আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ এপ্রিল) জাতীয় ভাবে একযোগে এ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হস্তান্তর অনুষ্ঠান সম্প্রচার করা হয়। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ভ‚মিহীন ও গৃহহীন জনগোষ্ঠীর জন্য নির্মীত তৃতীয় পর্যায়ের ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।
উদ্বোধনের সাথে সাথে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপত এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান ও সহকারী কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা আশাশুনি উপজেলায় তৃতীয় পর্যায়ে নির্মীত ৪৭টি ঘর ভ‚মিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর ও দলিল হস্তান্তর করেন। উল্লেখ্য, আশাশুনি উপজেলায় ইতিপূর্বে ১ম ও ২য় পর্যায়ে ৫২৮টি ঘর হস্তান্তর করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।