তালায় ইটবাহী লরি চাপায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
Post Views:
৮৩৩
জহর হাসান সাগরঃ
সাতক্ষীরার তালা উপজেলায় খেশরা ইউনিয়নের মেশারডাঙ্গা গ্রামে।
রোববার সন্ধ্যা ৬ টার সময় মেশারডাঙ্গা মোড়ে অনুমোদনবিহীন ইটবাহী লরি চাপায় ঘটনাস্থলেই ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত শিশু পাশ্ববর্তী আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামের পংকজ শীলের পুত্র ঈশান শীল (১২)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান ,এই ইটবাহী লরি দ্রুতগতি আসার কারণে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটি মারা গেছে। এবং আরো বলেন এই গাড়ি গুলো সব সময় বেপরোয়াভাবে চলাফেরা করে যার জন্য এলাকাবাসি সবসময়ই খুবই আতংকিত থাকে। তবে অতি দ্রুত এগুলো বন্ধ না করলে আগামীতে এরকম আরো তাজা প্রাণ হারিয়ে যেতে পারে।
এ বিষয়ে খেশরা পুলিশ ফাড়ির এএসআই সুব্রত কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।