শ্যামনগর মোটরসাইকেলের ধাক্কায় মাথার খুলি ভাঙলো ৬ বছরের শিশুর
Post Views:
৬৯৯
শ্যামনগর প্রতিনিধিঃ
সুমাইয়া ইয়াসমিন নামের ৬ বছরের এক শিশুর মাথার খুলির হাড় ভেঙে ভিতরে ঢুকে গেছে। সোমবার বেলা একটার দিকে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলে শিশুটির এমন অবস্থা হয়। সুমাইয়া শ্রীফলকাটি গ্রামের সিরাজুল ইসলামের দুই সন্তানের মধ্যে ছোট।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা সুমাইয়াকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে তার মাথার খুলির হাড় ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় উন্নততর চিকিৎসার প্রয়োজনে তাৎক্ষণিকভাবে সুমাইয়াকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান রাস্তার পাশে তার দাদির হাত ধরে দাঁড়িয়ে থাকা সময় হঠাৎ দিয়ে রাস্তার উপরে চলে যায়। এসময় মুন্সিগঞ্জ থেকে শ্যামনগর অভিমুখী আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগলে ওই দুর্ঘটনা ঘটে। আহত সময় আর্পিতা কাজের জন্য ভারতে অবস্থান করায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান সুমাইয়ার চিকিৎসা ভার মোটরসাইকেলচালক বহন করছে বলে সুমাইয়ার চাচা আজিজুল ইসলাম জানান।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডাক্তার ফাতেমা আক্তার ইভা জানান শিশুটির কপালের অংশে মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যাওয়ায় সাতক্ষীরা পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপারেশন করা গেলে বিপদ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।