শ্যামনগরে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Post Views:
৩৩০
এস এম হাবিবুল হাসান :
সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে তরুণের ভাবনা বিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া মেরিট কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এই রচনা প্রতিযোগীতার।
সাতক্ষীরার সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম আটুলিয়া ইউনিটের আয়োজনে ও বেসরকারি গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগীতায়
উপকুলীয় যুবদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে তরুন প্রজন্মের ভাবনা জানতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা দক্ষতা বৃদ্ধিতে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহনকারীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরষ্কার তুলে দেন শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আজিজুল ইসলাম।
রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান, মো. আব্দুল্লাহ, রবিউল ইসলামসহ
সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ।
রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ম স্থান অর্জনকরেন লাবনী সুলতানা, ২য় নুরাইয়া মিম, ৩য় রাকিব হাসান নয়ন, ৪র্থ স্নেহা স্মিতা, ৫ম সুমাইয়া সুলতানা আশা। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সম্মাননা প্রদান করা হয়।