রাশিয়ার তেল সংরক্ষণাগারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের একটি তেল সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঐ অঞ্চলের সরকারের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম তাস।
খবরে বলা হয়, তেল সংরক্ষণাগারের একটি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরকারের প্রেস অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিশ্চিত করা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি ট্যাংকে।
আরো জানানো হয়, দমকল কর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।
ব্রিয়ানস্কের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানায়, মস্কোর স্থানীয় সময় রাত ২টায় তারা আগুন লাগার খবর পায়।
মন্ত্রণালয় জানায়, ঘটনাস্থলে অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। তারা জানিয়েছেন, আগুন লেগেছে একটি তেল সংরক্ষণাগারে।
Please follow and like us: