ডুমুরিয়ায় ইউজিসি সদস্য প্রফেসর ড.বিশ্বজিৎ চন্দের পক্ষে ইফতারী বিতরণ
Post Views:
৩৯২
খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড.বিশ্বজিৎ চন্দের পক্ষ থেকে ইফতার বিতরণ। রবিবার ২৪ এপ্রিল বিকাল ৫ টায় ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের চুকনগর ও কাঁঠালতলা বাজারে রোজাদারদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরন করা হয় । উক্ত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সহঃঅধ্যাপক জি এম ফারুক হোসেন, আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শফিফুল ইসলাম,ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, জাকির হোসেন মিল্টন, কে এম মফিজুল ইসলাম, মোঃ ইব্রাহিম হোসেন, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আবুল বাসার, আরিফুজ্জামান নয়ন, আটলিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম এম ইয়াসিন হোসেন, চুকনগর কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবু, বি এম ইয়াসিন, সুজিত পাল, সবুজ খান প্রমুখ। উক্ত ইফতার বিতরনী অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন যুবনেতা বাপ্পি খান ও খুলনা জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিএম লিপু।