সেই ঘটনায় মেজাজ হারিয়ে ‘গালিগালাজ’ করলেন জেলেনস্কি
অনলাইন ডেস্ক: ইউক্রেনে কৃষ্ণসাগরের তীরবর্তী শহর ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র দুইটি বাসভবনে আঘাত হানলে তিন মাস বয়সী শিশুসহ আটজন নিহত হয়েছেন। ওই শিশু নিহতের ঘটনা রীতিমতো ক্ষেপিয়ে তুলেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। তিনি মেজাজ হারিয়ে ‘গালিগালাজ’ করেছেন বলে বিবিসি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে।
বিবিসি জানায়, জেলেনস্কি কিয়েভ মেট্রোতে শনিবারের সংবাদ সম্মেলনে যারা ওডেসা হামলার পরিকল্পনা করেছে এবং চালিয়েছে তাদের ‘জারজ’ হিসেবে অভিহিত করেছেন।
দৃশ্যতই রেগে গিয়ে তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়ার সময় শিশুটির বয়স ছিল মাত্র এক মাস।
‘এটা আসলেই ভীতিকর… তারা (রাশিয়া) এসব একদম আমলে নিচ্ছে না।’ অর্থোডক্স ক্যালেন্ডারের একটি প্রধান উৎসব ইস্টারের প্রাক্কালে কৃষ্ণসাগারের তীরবর্তী শহরটিতে হামলা চালান হচ্ছে বলেও জানিয়েছেন জেলেনস্কি।
এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার ওডেসায় ইউক্রেনের সামরিক বাহিনীর স্থাপনায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ছাড়া দুটি আবাসিক ভবনে আঘাত হেনেছে দুটি ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলায় দুটি ভবন ধ্বংস হয়েছে।
তবে রুশ সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, আবাসিক ভবনে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। একটি লজিস্টিক্স টার্মিনাল ধ্বংস করতেই ওই রুশ সেনারা হামলা চালিয়েছিল বলে তাসের প্রতিবেদনে বলা হয়েছে। এ হামলার পর একটি টুইটবার্তায় রাশিয়ার নিন্দা করেছেন ইউক্রেনের পররাষ্ট্র দিমিত্র কুলেবা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওডেসায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র যেখানে রাখা হয়েছিল, সেখানে হামলা চালানো হয়েছে। শনিবার ইউক্রেনে রুশ হামলায় ২০০ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া ৩০টি যান ধ্বংস হয়েছে।