দেবহাটা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান
Post Views:
৪০৮
দেবহাটা প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেবহাটা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শীর্ষ পদস্থ সরকারি অফিসার, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সূধী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সন্ধ্যায় ইফতার এবং দোয়া অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, পল্লী বিদ্যুৎ সখিপুর সাব জোনাল অফিসের এজিএম জিয়াউর রহমান, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, আওয়ামী লীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, শেখ আব্দুর রউফ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রবিউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান নির্মল মন্ডল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল সহ উপজেলার গন্যমান্য ও বিশিষ্ট ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। এছাড়াও দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আসিফ মাহমুদ, এসআই হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাবেক সহ-সভাপতি রশীদুল আলম রশীদ, বর্তমান কমিটির সহ-সভাপতি আবু হুরাইরা, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য সুমন পারভেজ বাবু, দীপঙ্কর বিশ্বাস, লিটন ঘোষ বাপী, সন্যাসী স্বর্ণকার অভি, ফরহাদ হোসেন সবুজ, রুহুল আমিন, মিজানুর রহমান, সহযোগী সদস্য ডা. মনিরুজ্জামান, সুমন হোসেনসহ অন্যান্য নের্তৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব মুহুর্তে মহান আল্লাহ তা’আলার উদ্দেশ্যে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক রাজু আহমেদ।