জাতীয় পুষ্টি সপ্তাহ’২২ উপলক্ষে শ্যামনগর হাসপাতালে আলোচনা সভা
Post Views:
৩০২
অনাথ মণ্ডলঃ
‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ’২২ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে ২৪শে এপ্রিলসকাল ১০টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল অফিসার ডাঃ রীতা রাণী পালের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা -৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ- জামান সাঈদ ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি বৃন্দ।